চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলা-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
“দেশি ফল বেশি খায়” আসুন ফলের গাছ লাগাই”এই স্লোগানকে সামনে রেখে গতকাল সকালে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা এঁর অফিস চত্ত্বরে ২৪-২৬ জুন তিন দিন ব্যাপী “ফল মেলা-২০২৫” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জেলার বিভিন্ন ফল চাষীদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে শেষ হয়।
চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক মোঃ আসলাম অর্ক সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply