January 15, 2026, 4:33 pm
শিরোনাম :
নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক মানবদেহের ভেদ তত্ত্ব ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা। রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ। কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 17, 2025
  • 442 সময় দেখুন

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সপ্তাহব্যাপী কর্মসূচির বিবরণ তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২২ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ব্যানার ফেস্টুনসহ র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা। আলোচনাসভা শেষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান। নির্বাচিত উন্মুক্ত জলাশয় মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ। দ্বিতীয় দিন ২৩ জুলাই বেলা ১১টায় দামুড়হুদার রায়সা বিলে মৎস্যচাষী, জেলে এবং মৎস্যজীবী ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা। তৃতীয় দিন ২৪ জুলাই বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রামাণ্য চিত্র প্রদর্শন। ৪র্থ দিন ২৫ জুলাই সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী গ্রামের আবু সাঈদের পুকুর পাড়ে পুকুর বা জলাশয়ের পানি ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন। ৫ম দিন ২৬ জুলাই সকাল ১০টায় জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুনদের ভাবনা শীর্ষক কর্মশালা। ৬ষ্ঠ দিন ২৭ জুলাই চুয়াডাঙ্গা সরকারি ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়/কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা। ৭ম দিন ২৮ জুলাই সকাল ১০টায় জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে মতামত তুলে ধরেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতের উপপরিচালক মাসুদর রহমান সরকার, জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দীন, চুয়াডাঙ্গা কৃষি ব্যাংকের উপ-মহাব্যাবস্থাপক শামীম উদ্দীন, জেলা তথ্য অফিসার শিল্পী ম-ল, জেলা শিক্ষা অফিসার দিলআরা চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সিভিল সার্জন প্রতিনিধি খন্দকার ময়নুদ্দীন, জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি মোহাম্মদ আলী, খামার ব্যবস্থাপক মো. আলাউদ্দীন, সিনিয়র মৎস্য জরিপ কর্মকর্তা আতাউর রহমান, সদর উপজেরা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান, জেলা মৎস্য অধিদফতের প্রধান সহকারী জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা জজ কোর্টে অতিরিক্ত পিপি অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, জি.পি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিক উদ্দীন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD