চিলমারীতে বিশেষ অভিযানে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি মোটরসাইকেল
বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আশরাফুল ইসলাম এর নেতৃত্বে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরিকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে বিক্রির সাথে জড়িত ছিলো এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, “চিলমারী থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


Leave a Reply