কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেফতার
মো:সেলিম মিয়া
বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় নিয়ামুল আরিফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন।
ভুক্তভোগী আন্দোলনকারীরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছিল। তারা দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন।


Leave a Reply