কিশোরগঞ্জের পুলেরঘাটে জামায়াতে ইসলামীর বিশাল মিছিল
কিশোরগঞ্জ,পুলেরঘাট(প্রতিনিধি)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার মাগরিব বাদ এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম মোড়ল।
মিছিলটি পুলেরঘাট বাজার চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রীজ মোড় এলাকায় শেষ হয়। সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের অবস্থান, নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটারদের প্রতি দলের প্রত্যাশা তুলে ধরেন।
নেতারা বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, শান্তিপূর্ণ প্রচারণার সুযোগ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।


Leave a Reply