কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।।
মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ,সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমানের সংবর্ধনা উপলক্ষে এক মর্যাদাপূর্ণ ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠান শিক্ষক,সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান এবং সঞ্চালনায় দায়িত্ব পালন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কাদের। শুরুতেই বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের দীর্ঘ শিক্ষকতা জীবন, একাডেমিক দক্ষতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক গোলাম মহিউদ্দীন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মোসলেম উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অধ্যাপিকা শামীমা আকতার শুধু একজন দক্ষ শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ অভিভাবক, নৈতিকতার শিক্ষক ও আলোকবর্তিকা। দর্শন বিভাগের পাঠদানকে গবেষণা ভিত্তিক ও জীবনঘনিষ্ঠ করতে তাঁর ভূমিকা কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁর সততা,শৃঙ্খলা ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
একই সঙ্গে নবনিযুক্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন,তাঁর প্রজ্ঞাবান নেতৃত্বে কালিগঞ্জ সরকারি কলেজ শিক্ষা,শৃঙ্খলা ও একাডেমিক উৎকর্ষতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী আল মামুন,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, সাংবাদিক শিমুল হোসেনসহ কালিগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী অধ্যাপিকা শামীমা আকতারের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সম্মান, কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরপুর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কালিগঞ্জ সরকারি কলেজের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।


Leave a Reply