উপজেলায় সেবাদাতা ও কমিউনিটিদের নিয়ে গণসংলাপ অনুষ্ঠিত
উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি
বাস্তবায়নে: বি.এন.কে.এস.
সহযোগিতায়:মানুষের জন্য ফাউন্ডেশন (এম,জে,এফ)
অর্থায়নে:ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
বান্দরবান জেলার থানচি উপজেলায় স্থানীয় জনগণ ও সেবাদাতা সংস্থাদের মধ্যে সরাসরি মতবিনিময় ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে এক গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কার্যক্রমটি বাস্তবায়ন করেছে বি.এন.কে.এস. (BNKS)।
স্থান: থানচি উপজেলা পরিষদ সভাকক্ষ
তারিখ: ১৬/১০/২৬খ্রী:
গণসংলাপে উপস্থিত ছিলেন থানচি উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ের উপজেলা (এইও,ডি,এই) এস. কে জহির উদ্দিন ও উপজেলা কৃষি অধিদপ্তরের এস,এ,পি,পি,ও,ডি,এই বিশ্বজিৎ গুপ্ত। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এস,এল,ও অংচিং মারমা।উপজেলা সমাজ অধিদপ্তরের উপজেলা এফ,এস,ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস আমির হোসেন। পেশল চাকমা পি,আর,এল,সি প্রকল্প, প্রজেক্ট কো-অর্ডিনেটর পিডি (বিএনকেএস)পাখম বম মনিটরিং অফিসার পি আর এল সি প্রকল্প (বিএনকেএস)হ্লাগ্য মারমা টেকনিক্যাল অফিসার পিআর,এলসি প্রকল্প (বিএনকেএস)এবং স্থানীয় কমিউনিটি সদস্যরা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংলাপে স্থানীয় জনগণ কৃষি , প্রাণী, ও সমাজ সেবা সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এবং সরকারি সেবা সহজলভ্য করার বিষয়ে মতামত প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা তাঁদের মাঠ পর্যায়ের সমস্যা ও চাহিদা তুলে ধরেন।
(বি.এন.কে.এসের) মনিটরিং অফিসার পি আর এল সি প্রকল্পে পাখম বম বলেন-
“গণসংলাপের মাধ্যমে জনগণ ও সেবাদাতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়। এতে সেবা কার্যক্রম আরও দক্ষ এবং জনমুখী হবে।”
“স্থানীয় জনগণের মতামত নেওয়া এবং প্রশাসনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই উন্নয়নের মূল চাবিকাঠি। বি.এন.কে.এস. এর এই উদ্যোগ প্রশংসনীয়।”
সংলাপে শেষে অংশগ্রহণকারীরা সেবার মানোন্নয়নে নিয়মিত আলোচনা ও সহযোগিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
থানচি উপজেলায় অনুষ্ঠিত এই গণসংলাপে সেবাদাতা এবং স্থানীয় কমিউনিটির মধ্যে দৃঢ় সেতুবন্ধন সৃষ্টি করেছে। বি.এন.কে.এস. এর বাস্তবায়নে এই উদ্যোগ স্থানীয় উন্নয়ন কার্যক্রমে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


Leave a Reply