মো গিয়াস উদ্দীন:
উখিয়া,কক্সবাজার
সোমবার বিকাল ৪ টার দিকে উখিয়া স্টেশনের একরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উখিয়া স্টেশনের কৃষি ব্যাংক লাগোয়া মার্কেটে এই ঘটনা ঘটে।তবে অগ্নিকান্ডে পুড়ে গেছে বেশ কিছু দোকান ও স্থাপনা। যার কারণে টেকনাফ-কক্সবাজার সড়ক দেড় ঘন্টা মত বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর আস্থে আস্তে যানবাহন চলাচল স্বভাবিক হয়।
এসময় নিজের দোকান রক্ষা করতে গিয়ে মোহাম্মদ আলী (৫৭) নামের এক ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহত আলী সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মৃত আলী মিয়ার ছেলে, তিনি উখিয়া কাঁচাবাজারের প্রবেশমুখের গলিতে ম্যাট্রেসের দোকান করতেন বলে জানা গেছে।
তবে আগুনের সূত্রপাত কিভাবে হয় এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা ডলার ত্রিপুরা।
বিকালে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ২ টি এবং কক্সবাজার স্টেশন থেকে ১ টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।
উখিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি – নুরুজ্জামান বাক্কা বলেন, ভয়াবহ আগুনে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।আগুনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে।
এদিকে আগুনে দগ্ধ হয়ে নিহত ব্যবসায়ী মোহাম্মদ আলীর মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন জানিয়েছেন। এছাড়াও হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
স্থানীয়দের সহযোগীতায় দমকল বাহিনীর ৫ টি ইউনিট দেড় ঘন্টা পর অর্থাৎ সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


Leave a Reply