বিশেষ প্রতিনিধি :
অভিনেতা চ্যালেন্জার আর মনিরা মিঠু আপন ভাই বোন আমার জানা ছিলো না, এখন জানলাম –
চ্যলেন্জারের আসল নাম – এ এস এম তোফাজ্জল হোসেন। তারা ৫ ভাই বোন – তিন ভাই দুই বোন। চ্যালেন্জার সবার বড় আর মনিরা মিঠু ২য় –
২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ” কাল সকালে ” ছবিতে চ্যালেন্জার ভিলেন হিসেবে কাজ করেন – আর আমি এই ছবির প্রধান সহকারী পরিচালক ছিলাম। আমি তাকে কাছ থেকে যতোটুকু দেখেছি অত্যন্ত ভদ্র একজন মানুষ, স্যুটিং স্পটে চুপচাপ বসে থাকতেন, কথা কম বলেন। তার সঙ্গে সিডিউল বা ড্রেসের ব্যাপারে বা যে কোন বিষয়ে আমি তার সঙ্গে যোগাযোগ করতাম।
আর আমি জানতাম না যে, চ্যালেন্জার ভাইয়ের আপন ছোট বোন মনিরা মিঠু – এখন জানতে পারলাম। তবে আমার পরিচালনার ” রাজকুমারী ” ছবিতে মনিরা মিঠুকে কাস্ট করতে চেয়েছিলাম – কাজী হায়াৎ এর স্ত্রী এবং প্রধান নায়কের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য – কিন্তু তার সাথে যখন ফোনে কথা বললাম, কেমন জানি লাগল, তাই তাকে আর ফোন দেয়নি – তার চরিত্রটি নায়িকা নিশুকে নিয়ে ছবিটির কাজ শেষ করেছি।
২০১০ সালের ১২ ই অক্টোবর এই বিখ্যাত অভিনেতার মৃত্যু হয়। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাত বাসী করেন।
Leave a Reply