অপহরণের ৭৪ দিন পর সেনাবাহিনীর সহায়তায় ছেলেকে জীবিত উদ্ধার।।
রফিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
জামালপুর প্রতিনিধি
ঘটনার বিবরণে জানা যায় নুহাশ আজিজ বয়স ১৬ বছর নবম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে ২৬ মার্চ ২০২৫ ইং তারিখে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মাহমুদা মহসিন মানসী এবং সাইদা তাদের দিল আফরোজ শিল্পী ঢাকার উত্তরা থানার ভাড়া বাসা থেকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গ্রীন লাইফ নামক মাদকাসক্তদের জন্য চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। নুহাশের মা শামীমা আফরোজ রুনা ছেলে বাসায় ফিরে না আশায় চিন্তিত হয়ে পড়েন এবং মানসী ও শিল্পীকে কারণ জিজ্ঞাসা করলে তারা উভয়েই বিষয়টি এড়িয়ে যায় এবং বলেন নুহাশকে আমরা হোস্টেলে রেখে এসেছি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় নূহাসের মা প্রথমে ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং পরবর্তীতে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অদৃশ্য কারণে পুলিশ কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। তাই নূহাসের মা শামীমা আফরোজ রুনা ২৬ বীর ইউনিট
অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর বরাবর গত ৮ জুন২০২৫ তারিখ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং সেনাবাহিনীর চৌকস গোয়েন্দা ইউনিটের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহৃত নূহাসকে গ্রীন লাইফ নামক মাদরাসক্ত নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে আসেন। গত (মঙ্গলবার)রাত আনুমানিক ৯ টায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লোকদের মাধ্যমে নূহাসকে তার মায়ের হাতে তুলে দেন।
নূহাসের মা শামীমা আফরোজ রুনা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব তাদের সহযোগিতা না পেলে এত দ্রুত আমার ছেলেকে হয়তো আমার কোলে ফিরে পেতাম না।
আমি তারাকান্দি ক্যাম্প কমান্ডার ল্যাফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত স্যারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ।


Leave a Reply