মো: রাকিবুজ্জামান
টুংগীপাড়া প্রতিনিধি:(গোপালগঞ্জ)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসায় আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানের ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল। দক্ষিণ বঙ্গের সবচেয়ে বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত এই মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগমের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিস্তীর্ণ মাঠজুড়ে তৈরি করা হয়েছে বিশাল আয়োজন, যেখানে ইসলামি জীবনদর্শন, আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজ নির্মাণ বিষয়ে দিকনির্দেশনা দেবেন দেশের খ্যাতনামা আলেম–ওলামারা।
মাহফিলের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে শুক্রবারের জুমার নামাজ। গত কয়েক বছর ধরে এ মাহফিলে অংশ নিতে লাখ লাখ মুসল্লি একত্রে জুমার নামাজ আদায় করে আসছেন, যা দক্ষিণাঞ্চলে ধর্মীয় ঐতিহ্যের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। মুসল্লিদের নিরাপত্তা ও সুবিধার জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মাদ্রাসার স্বেচ্ছাসেবক বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। আগত নারী–পুরুষের জন্য পৃথক বসার স্থান, অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিশ্রামের সুযোগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
হজ, যাকাত, সুন্নতি জীবনব্যবস্থা, পারিবারিক মূল্যবোধ, সমাজ সংস্কার ও ইসলামী জ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাহফিল জুড়ে আলোকপাত করা হবে। ধর্মীয় ও সামাজিক গুরুত্বের কারণে গহরডাঙ্গা মাদ্রাসার এই শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা মাহফিল শুধু টুঙ্গিপাড়া নয়; সমগ্র দক্ষিণ বঙ্গের মানুষের কাছে বিশেষ মর্যাদা বহন করে। শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে আয়োজকরা সবার সহযোগিতা কামনা করেছেন


Leave a Reply